Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মার্চ ২০২৪

এক নজরে

কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচিতি

  • প্রতিষ্ঠানের নাম: কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট
  • প্রতিষ্ঠান কোড: ৫৯০৬০
  • ধরণ : সরকারি
  • স্থাপিত: ২০০৮ খ্রিস্টাব্দ 
  • অধিদপ্ত : কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা।
  • বোর্ড: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা।
  • মন্ত্রণালয় : শিক্ষা মন্ত্রণালয় (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ)
  • শিক্ষাক্রম: ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (৪ বছর মেয়াদী)
  • শিক্ষার্থী : ৪২০০
  • অবস্থান: 24.450918° উত্তর  90.859908° পূর্ব   কিশোরগঞ্জ, বাংলাদেশ 
  • ক্লাস রুম: ১৬টি 
  • ওয়ার্কসপ: ১১টি
  • ল্যাব: ১৭টি
  • লাইব্রেরি: ১টি
  • জব প্লেসমেন্ট সেল : ১টি
  • হোস্টেল: ২টি
  • ইমেইল:  [email protected]
  • ওয়েব সাইট: https://kishoreganj.polytech.gov.bd/
  • পরিবহন: মাইক্রোবাস ১টি.

 

ইনস্টিটিউটের অবস্থান :

 কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট কিশোরগঞ্জের করিমগঞ্জন ১২ একর জমির উপর অবস্থিত। এটিতে শ্রেণীবদ্ধ ল্যাব রয়েছে, যেমন একটি বেসিক ইলেকট্রনিক্স ল্যাব, অ্যাডভান্স ইলেকট্রনিক্স ল্যাব, কম্পিউটার ল্যাব, কেমিস্ট্রি ল্যাব এবং ফিজিক্স ল্যাব। এটিতে ব্যবহারিক শিক্ষার জন্য কর্মশালা রয়েছে, যেমন মেটাল শপ এবং বেসিক ওয়ার্কশপ। কিশোরগঞ্জ  পলিটেকনিক ইনস্টিটিউটে রয়েছে রোভার স্কাউটদের একটি দল। প্রতিটি সেমিস্টারে একজন শিক্ষার্থী 4 বা তার সমান কম সিজিপিএ অর্জন করে। শেষ সেমিস্টার হল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেমিস্টার। একজন শিক্ষার্থী প্রায় ছয় মাস ধরে একটি শিল্পে একটি নির্বাচিত প্রযুক্তি সম্পর্কে ব্যবহারিক তথ্য শেখে। কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে, প্রতি সেমিস্টারের 65% শিক্ষার্থী সরকার থেকে বৃত্তি পায়।

 

ক্যাম্পাস :

মূল ক্যাম্পাসে ৪তলা বিশিষ্ট একটি ভবন রয়েছে। যেখানে রয়েছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমসহ অফিস, লাইব্রেরি, ওয়ার্কসপ, ল্যাব, কনফারেন্স রুম এবং একটি ৪০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম। মূলভবনের উত্তর পার্শ্বে রয়েছে মসজিদ ও সম্মুখে শহীদ মিনার। রয়েছে খেলারমাঠ, ফুলের বাগান।সব মিলিয়ে এক প্রাকৃতিক মনোরম শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়েছে।

 

টেকনোলজি / বিভাগ সমূহ :

  • ইলেকট্রনিক্স
  • কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি
  • আরএসি
  • ফুড
  • নন-টেক বিভাগ।

 

ইউনিফর্ম :

আকাশি নীল, সাদা

 

হোস্টেলঃ

  • ছাত্রদের জন্য ১টি হোস্টেল রয়েছে
  • ছাত্রী হোস্টেল